চারুকলায় তথ্য অধিকার আইন বিষয়ে দিনভর কর্মশালা

Print

বাংলাদেশে তথ্য অধিকার আইনের প্রচার এবং জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১০ মে ২০১১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিষ্টিটিউটে দিনভর এক কর্মশালার আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ। এতে চারুকলার শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রিইব-এর চেয়ারম্যান ড. শামসুল বারি এবং তাকে সহযোগিতা করবেন রিইব-এর আরটিআই বাস্তবায়নকারী প্রকল্পের সদস্যবৃন্দ। দিনভর কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীরা পরবর্তীতে তথ্য অধিকার আইন প্রয়োগে জন সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ের উপর পোষ্টার তৈরি করবেন। নির্বাচিত প্রথম তিনজনকে সম্মানীত করা হবে এবং সেগুলো পোষ্টার আকারে ছাপানো হবে। রিইব-এর এই আয়োজনে সহায়তা করছেন সিএইচআরআই, ইন্ডিয়া।